---“Join My devotees Enter My Paradise” ( AL-Quran 89 : 29,30). - “ আল্লাহ ও তাঁর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর আহলে বায়েত (বংশধর) আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি আনুগত্য ও মুহব্বত (প্রেম) ই ঈমান ” - “ পাক পাঞ্জাত এর প্রতি আনুগত্য ও ভালোবাসা (মুহব্বত) ই ঈমানের পরিপূর্ণতা ” --- রহমানপুর কমপ্লেক্সের বিভিন্ন প্রকার উন্নয়ন কাজ চলিতেছে – যেমন - রহমানপুর কমপ্লেক্সের – প্রস্তাবিত নিজস্ব - মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, মাজার উন্নয়ন, লংগরখানা, ইসলামী গবেষণাগার ইত্যাদি ---- এ সকল উন্নয়ন কাজের যথাযথ বাস্তবায়নে আপনার সাহায্য সহযোগিতা একান্ত ভাবে কাম্য ---- আপনার অনুদান পাঠাবার ঠিকানা :- জি এস এম গাউছুজ্জামান - হিসাব নং :- ৩০৮৮১০১০৫১১৩৯ পূবালী ব্যাংক লিমিটেড ----



Tuesday, October 22, 2013

Slide Show


Slide of Rahmanpuri Complex



* হুঁশিয়ার ! সাবধান !! মনে রেখো,আল্লাহর অলি বন্ধু তাদের না কোনো ভয় আছে, না তাঁরা চিন্তাম্বিত হবে  - - তাদের জন্য সুসংবাদ পার্থিব জীবনে ও  পরকালীন জীবনে” – (আল কুরআন ১০:৬২,৬৪)।

Sunday, October 6, 2013

সাজরায়ে - রহমানপুরী


SAJRA - E - RAHMAN PURI



Elahi Behurmate Sayedul Ambia Sayedul Aspia Hazrat Ahmed Mujdaba Mohammed Mustafa Sallallahu Ta Ala Alayhi Wa Sallama Tasliman Tasira.

Elahi Behurmate Asadullh Hil Galib Amirul Momenin Muskil Kosha Hazrat Ali Ibne Abu Talib Karamullah Wazhu. (AS)


Elahi Behurmate Sayadus Sohada Hazrat Imam Hossain (AS).

Tuesday, October 1, 2013

মুফতীয়ে আজম রহমানপুরী


Mufti -A- Azam Rahmanpuri
মুর্শীদে বরহক মোফাক্কেরে ইসলাম ইমামে আহলে সুন্নাত মুজাদ্দেদে জামান, গাজী সাইয়্যেদুনা মোহাম্মদ আবু তাহের সাহেব কিবলা রহমানপুরী (মা: জি: আ:) ১লা ফেব্রুয়ারী বৃহস্পতিবার দিবাগত রাত্রি ফজরের নামাজের পূর্বে ১৯২২ খ্রিষ্টাব্দে কুমিল্লা জেলার অন্তর্গত ৯নং দ: শিলমুড়ী ইউনিয়নের রহমানপুর দরবার শরীফে মহান হাবেলী নিজ পিত্রালয়ে জান্নাতবাসী মহা সাধক জিন্দাপীর শাহ্ সুফী গাজী লালমিয়া শাহ্ দরবেশ (রা:) এর ঔরসে জন্মগ্রহণ করেন।

শিক্ষাজীবনে তিনি মিশর জামেউল আজহার বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫১ খ্রিষ্টাব্দে ফেকাহ শাস্ত্রে পি. এইচ. ডি করেন এবং “মুফতীয়ে আজম” হিসেবে সনদ ও স্বর্ণপদক লাভ করেন ।
সাংগঠনিক ও ইসলামিক কর্মকান্ডের উদ্দেশ্যে তিনি বিভিন্ন সময়ে মক্কা মোয়াজজমা, মদিনা মনোয়ারা, আরব আমিরাত, ইরাক, ইরান, মিশর, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কুয়েত, আজমীর শরীফ, ভারত, উপমহাদেশ, পাকিস্তান সহ মুসলিম উম্মাহর উল্লেখযোগ্য সফর করেন।