---“Join My devotees Enter My Paradise” ( AL-Quran 89 : 29,30). - “ আল্লাহ ও তাঁর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর আহলে বায়েত (বংশধর) আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি আনুগত্য ও মুহব্বত (প্রেম) ই ঈমান ” - “ পাক পাঞ্জাত এর প্রতি আনুগত্য ও ভালোবাসা (মুহব্বত) ই ঈমানের পরিপূর্ণতা ” --- রহমানপুর কমপ্লেক্সের বিভিন্ন প্রকার উন্নয়ন কাজ চলিতেছে – যেমন - রহমানপুর কমপ্লেক্সের – প্রস্তাবিত নিজস্ব - মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, মাজার উন্নয়ন, লংগরখানা, ইসলামী গবেষণাগার ইত্যাদি ---- এ সকল উন্নয়ন কাজের যথাযথ বাস্তবায়নে আপনার সাহায্য সহযোগিতা একান্ত ভাবে কাম্য ---- আপনার অনুদান পাঠাবার ঠিকানা :- জি এস এম গাউছুজ্জামান - হিসাব নং :- ৩০৮৮১০১০৫১১৩৯ পূবালী ব্যাংক লিমিটেড ----



আদর্শ

  •  আল্লাহ পাক রাব্বুল আল আমিন নাজিলকৃত কোরআনে পাক কালামুল্লাহ শরীফ এবং তাহার প্রেরিত নবী ও রসুল নূরে মোজাচ্ছাম, রাসুলে মোকাররাম, রাহমাতাল্লিল আল্আমিন মুহাম্মদ মোস্তবা আহম্মদ মোস্তফা সাল্লাল্লাহ হু আলাইহে ওয়াসাল্লাম।


  •  পাক-পাঞ্জাতন তথা আহলে বায়াত আলাই-হে ওয়াসাল্লাম।


  •  আল্লাহ পাক রাব্বুল আল আমিন নাজিলকৃত কোরআনে পাক কালামুল্লাহ শরীফ এবং তাহার প্রেরিত নবী ও রসুল নূরে মোজাচ্ছাম রাহমাতাল্লিল আল্ আমিন মুহাম্মদ মোস্তবা আহম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম।


  •  আহলে বায়েত (আ:) অনুসারী সাহাবী-অলী-আউলিয়া-গউছ-কতুব-পীর-ফকির-দরবেশ-মাস্তান-আলেম-উলামা-সুফি-সাধক।


No comments:

Post a Comment