Mufte - A - Azam Rahmanpuri - PHD |
১.
জন্ম :-
২. শিক্ষাজীবন :-
শিক্ষাজীবনে তিনি মিশর জামেউল আজহার বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫১ খ্রিষ্টাব্দে ফেকাহ শাস্ত্রে পি. এইচ. ডি করেন এবং “মুফতীয়ে আজম” হিসেবে সনদ ও স্বর্ণপদক লাভ করেন ।
৩.
কর্মজীবন :-
সাংগঠনিক ও
ইসলামিক কর্মকান্ডের উদ্দেশ্যে মুফতীয়ে আজম সাহেব বিভিন্ন সময়ে মক্কা মোয়াজজমা, মদিনা মনোয়ারা, আরব আমিরাত, ইরাক, ইরান, মিশর, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কুয়েত, আজমীর শরীফ, ভারত, উপমহাদেশ, পাকিস্তান সহ মুসলিম উম্মাহর উল্লেখযোগ্য সফর করেন।
ষাটের দশকের অধিকাংশ সময় তিনি বিভিন্ন মাদ্রাসাও শিক্ষা প্রতিষ্ঠান সমূহে আরবী, ফার্সী, উর্দু বিষয়ে অধ্যাপনা করে কাটিয়েছেন। তিনি ভারতের মাদ্রাসায়ে নিজামিয়া হায়দ্রাবাদ (দক্ষিণ) এ
মোহাদ্দেছে আজমের দায়িত্ব পালন করেন।
১৯৮৯ সালে তিনি যুক্তরাজ্যের বার্মিংহামে ইমাম আহমদ রেজা আন্তর্জাতিক ইসলামী কনফারেন্সে বাংলাদেশ থেকে চীফ গেষ্ট হিসেবে আমন্ত্রিত হন। প্রথম বছরেই তিনি যুক্তরাজ্যবাসীর কাছে আন্তর্জাতিক ফেকাহ সম্রাট ও ইসলামী চিন্তাবিদ হিসেবে প্রশংসিত হয়েছেন। পরবর্তীতে যুক্তরাজ্য ওলামা সংসদ আয়োজিত বিভিন্ন ইসলামী কনফারেন্সে সম্মানিত অতিথি হিসেবে যথারীতি আমন্ত্রিত হয়ে আসছেন।
এছাড়াও তাহার কর্মজীবনে একাধিক ইসলামিক বই রচনা করেন। তিনি ব্যক্তি জীবনে বাংলাদেশের একজন বীর মুক্তিযাদ্ধা ও ছিলেন।
Half Jiboni leka keno
ReplyDelete