|
Mufti -A- Azam Rahmanpuri |
মুর্শীদে বরহক
মোফাক্কেরে ইসলাম ইমামে আহলে সুন্নাত মুজাদ্দেদে জামান, গাজী সাইয়্যেদুনা মোহাম্মদ
আবু তাহের সাহেব কিবলা রহমানপুরী (মা: জি: আ:) ১লা ফেব্রুয়ারী বৃহস্পতিবার দিবাগত
রাত্রি ফজরের নামাজের পূর্বে ১৯২২ খ্রিষ্টাব্দে কুমিল্লা জেলার অন্তর্গত ৯নং দ:
শিলমুড়ী ইউনিয়নের রহমানপুর দরবার শরীফে মহান হাবেলী নিজ পিত্রালয়ে জান্নাতবাসী
মহা সাধক জিন্দাপীর শাহ্ সুফী গাজী লালমিয়া শাহ্ দরবেশ (রা:) এর ঔরসে জন্মগ্রহণ
করেন।
শিক্ষাজীবনে তিনি মিশর
জামেউল আজহার বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫১ খ্রিষ্টাব্দে ফেকাহ শাস্ত্রে পি. এইচ. ডি
করেন এবং “মুফতীয়ে আজম” হিসেবে সনদ ও স্বর্ণপদক লাভ করেন ।
সাংগঠনিক ও ইসলামিক
কর্মকান্ডের উদ্দেশ্যে তিনি বিভিন্ন সময়ে মক্কা মোয়াজজমা, মদিনা মনোয়ারা, আরব
আমিরাত, ইরাক, ইরান, মিশর, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কুয়েত, আজমীর শরীফ, ভারত,
উপমহাদেশ, পাকিস্তান সহ মুসলিম উম্মাহর উল্লেখযোগ্য সফর করেন।